Home জাতীয় দুই হাজার নিন্ম-দরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ

দুই হাজার নিন্ম-দরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ

86

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিম্ন ও দরিদ্র দুই হাজার পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। শনিবার মান্নান স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গনে ঢাকা জেলা প্রশাসেনর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। স্বাগত বক্তব্যে রাখেন সারোয়ার আরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা মো: জিয়া উদ্দিন জিয়া।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আপনরা জানেন আগস্ট মাস হচ্ছে আমাদের শোকের-কষ্টের। আগস্ট আসলেই অপশক্তিরা মাথাচাড়া দিয়ে ওঠে, ষড়যন্ত্র শুরু হয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছে, আমাদেরই সন্ত্রাস বিরোধী সমাবেশে। ওই দিনের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি বলেন, আমরা সতর্ক ছিলাম বলেই তারা তাদের লক্ষ্য কার্যকর করতে পারেনি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পর পর তিন মেয়াদে ক্ষমতায় আছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আপনারা এখন থেকেই মাছে কাজ শুরু করেন, আগামী দ্বাদশ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শোককে শক্তিতে পরিনত করতে হবে। তবে শোক দিবসের নামে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় কোখায়ও কেউ চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান কাজী মনু। তিনি বলেন, আগের দিন ভাগে খাইছে। সব ভুলে যান। ধরা পড়লে কোনো ছাড় দেওয়া হবে না।