Home রাজনীতি তেলের মূল্য ৫ টাকা কমিয়ে সরকার জনগণের সাথে তামাশা করলো।

তেলের মূল্য ৫ টাকা কমিয়ে সরকার জনগণের সাথে তামাশা করলো।

35

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের মূল্য ৪২ থেকে ৫১ শতাংশ বৃদ্ধি করে জনগণের তীব্র বিক্ষোভের মুখে পড়ে মাত্র ৫ টাকা সমন্বয় করার ঘোষণা দিয়েছেন। সরকারের এই ধরণের তামাশা, প্রতারণা জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝার চাইতেও নির্মম আঘাত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ইতিমধ্যে বাসভাড়াসহ সমস্ত কিছুর দাম বেড়েছে। ৫ টাকা কমার ফলে বাসভাড়া, দ্রব্যমূল্যসহ সকল প্রকার বর্ধিত মূল্য কতখানি কমবে সে সম্পর্কিত সরকারের কোন ঘোষণা নেই। এতে গুটি কয়েক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের কোন লাভ হবে না। সরকার আজ জনগণের আন্দোলনের চাপে নিজেকে রক্ষা করতে ৫ টাকা দাম কমানোর তামাশার নাটক হাজির করেছে। জনগণ এই সিদ্ধান্ত মানে না। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যসহ বর্ধিত সকল মূল্য প্রত্যাহার করতে হবে‘।
তিনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।