Home প্রচ্ছদ তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার ২

তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার ২

38

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪)। শুক্রবার সকালে বিদ্যুৎ কেন্দ্র থেকে এদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি হবিগঞ্জ ও ফরিদপুর এলাকায়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আরপিসিএল’র এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এতে তিন থেকে চার’শ শ্রমিককে আসামি করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বেতন এবং বোনাস নিয়ে শ্রমিক অসন্তোসের ঘটনায় তিনজন চায়না নাগরিক সহ ও আরপিসিএল’র চারজন নিরাপত্তা কর্মীকে মারধর করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা, অফিস কক্ষ, গাড়ী ভাংচুর করে হামলাকারীরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ সাংবাদিকদের জানান, ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।