Home সারাদেশ তানোরে সরকারপাড়া গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

তানোরে সরকারপাড়া গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

26

সৈয়দ মাহমুদ শাওন, তানোর (রাজশাহী) :ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার সাতদিন পর এবার ওই গ্রামটিকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সরনজাই সরকারপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও বিল্লাল হোসেন এ ঘোষণা দেন।
সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল জেমস কস্তা। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লরেন্স মন্ডল, পোগ্রাম অফিসার নিকোলাস ঢালী,পোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, পরিবেশ বান্ধব কমিটির নেতা ও প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।
সভায় ইউএনও বিল্লাল হোসেন বলেন, সবাইকে সু-স্বাস্থ্য নিয়ে সুন্দর পরিবেশে বসবাসের জন্য পরিবেশবান্ধব সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবেশ বান্ধব নয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
এ সময়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের শিশু ও যুব ফোরাম, ভিডিসি এবং পরিবেশ বান্ধব কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মাসের গত ১৩ সেপ্টেম্বর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া গ্রাম সহ মোট ৫টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হেসেন।