Home সারাদেশ তানোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

তানোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

25

সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী অফিস: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাঁসদাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, মুজিবনগর দিবস আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম বৈধ সরকার।

ঐতিহাসিক মুজিবনগর সরকারের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে তারা বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠিত হয়েছিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং একই বছরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে এ সরকার শপথগ্রহণ করেন। নিয়মতান্ত্রিকভাবে গঠিত এ সরকারের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।