Home সারাদেশ ঢেউয়ের তান্ডবে বঙ্গোপসাগরে ডুবে গেছে দু’টি মাছ ধরা ট্রলার।। সন্ধান মেলেনি এক...

ঢেউয়ের তান্ডবে বঙ্গোপসাগরে ডুবে গেছে দু’টি মাছ ধরা ট্রলার।। সন্ধান মেলেনি এক জেলের

33

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। প্রচন্ড ঢেউয়ের তান্ডবে টিকতে না পেরে অধিকাংশ ট্রলার নিয়ে তীরে ফিরে আসেছেন জেলেরা। গভীর সমদ্রে ২৯ জেলেসহ এফবি জোবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে রবিউল (২৯) নামের এক জেলে নিখোজ রয়েছে। শুক্রবার দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সমুদ্রে পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিখোজ রবিউলের বাড়ি পাশ্ববর্তী রাঙ্গাবালীর উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে।
জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছেন। শুক্রবার দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এসময় অন্য ট্রলারের জেলেরা ২৮ জেলেকে উদ্ধার করলেও জেলে রবিউল এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে ওই রাতে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ট্রলার দুটি উদ্ধারে অভিযান চলছে বলে ট্রলার মালিক জানিয়েছেন।
নিখোঁজ জেলে রবিউলের বাবা মো.রফিক মুন্সি জানান,তার ছেলে দু’দিন ধরে নিখোঁজ।পরিবারের কারোর ঘুম ও খাওয়া নাই। ছেলের নিখোঁজের সংবাদ শুনে মা পাগল প্রায়।তবে পবিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনিও হতভম্ব।
তবে এফবি জোবায়ের ট্রলারের মালিক মো.ইলিয়াস মৃধা জানান, রবিউলের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়েছে।
স্থানীয় ট্রলার মালিক মো.ফেরদৌস গাজী জানান, মাছ শিকারের উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুকভরা আশা নিয়ে গভীর সমুদ্রে যায় জেলেরা। হঠাৎ গভীর সমুদ্রে উত্তাল তান্ডবে প্রথমে এফবি জোবায়ের এবং পরে এফবি মুনিয়া নামের দুইটি ট্রলার নিমজ্জিত হয়।
মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, প্রাকৃতিক দূর্যোগে কারোর কোন হাত নেই। তবে নিখোঁজ জেলে রবিউলের খোঁজে তারাও সমিতির পক্ষ থেকে সব রকম সহায়তা দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।