Home জাতীয় ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

39

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (CoETL) ১৫ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্ম-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে “Post-Covid pedagogical readiness in Dhaka University : Role of a teacher” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।
সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় “Post-Covid pedagogy : Social Aspects” বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল চৌধুরী এবং “Post-Covid pedagogical readiness in Dhaka University : Role of a teacher” বিষয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুব আহসান খান বক্তব্য প্রদান করেন। কর্মশালা সঞ্চালন করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম সামছুজ্জোহা।
উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করে আসছে।