Home Uncategorized ঢাবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের স্বাস্থ্য সহায়তা

ঢাবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের স্বাস্থ্য সহায়তা

39

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে হলের ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মাসের প্রতি রবিবার রাত ৮টায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটি, নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা কারণে সৃষ্ট ছাত্রীদের মানসিক চাপ, অস্থিরতা ও হতাশাসহ বিভিন্ন সমস্যা নিরসনে অনলাইনে নিয়মিতভাবে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হবে।জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম আজ গনমাধ্যমকে নিশ্চত করেছেন।

জানাগেছে,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের খণ্ডকালীন সাইকোলজিস্ট উম্মে সাঈমা সিদ্দিকা সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা কৌশল নিয়ে আলোচনা করবেন। এছাড়া, যে সকল ছাত্রীর জরুরি স্বাস্থ্য সেবা দরকার তারা Facebook messenger-এর মাধ্যমে প্রতি শনি, সোম ও বুধবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিন্মোক্ত নাম্বারে ০১৭১৮৭৭১৪৮৫viber, whatsapp, due-এর মাধ্যমে যোগাযোগ করতে বলা হচ্ছে।মোবাইল নং: ০১৭১৮৭৭১৪৮৫ (viber, WhatsApp), FB messenger: Saima Siddika https://www.facebook.com/saima.siddika ). ইমেইল: simi_25uss@yahoo.com ; Zoom ID: ৮৪৭ ৯৩৮ ০২২৮।