Home রাজনীতি ঢাকা বিভাগীয় জনসভায় ‘নির্বাচনী স্লোগানে’ উজ্জীবিত আওয়ামী লীগ

ঢাকা বিভাগীয় জনসভায় ‘নির্বাচনী স্লোগানে’ উজ্জীবিত আওয়ামী লীগ

38

স্টাফ রিপোর্টার: রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে দলে দলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আরামবাগ-মতিঝিল ও ফকিরেরপুলসহ আশপাশের এলাকা। গতকাল শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে আরামবাগ মাঠে ‘আওয়ামী লীগ’ আয়োজিত সমাবেশে এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মহাসমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যেকের মুখেই দলীয় স্লোগান। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেকে স্লোগান দিচ্ছেন ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’। বেলা ২টা ৩৫ মিনিটে ৮ হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউনসহকারে সমাবেশে যোগ দিয়েছেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। এতে উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম অনুসহ স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ২টা ১০ মিনিটে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় শাহবাগ থানা আওয়ামী লীগ। শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মিজান মালিক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকা বিভাগীয় মহাসমাবেশ বলা হলেও ঢাকা শহরের নেতাকর্মীদের উপস্থিতি জানান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শাহবাগ থানা কমিটির পক্ষ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এ সমাবেশ উপস্থিত হয়েছি। এদিন ২টা ১৮ মিনিটে প্রায় ৬ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেন ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। তারসঙ্গে থাকা নেতাকর্মীদের মুখে জয় বাংলা, নৌকার স্লোগান, পায়ে পায়ে মিছিল নিয়ে উপস্থিত হন সমাবেশে। তিনি বলেন, আজকে ঢাকা বিভাগীয় সমাবেশে ইতিহাস গড়তে নেতাকর্মীদের নিয়ে তিনি শোডাউন দিচ্ছেন। উজ্জীবিত নেতাকর্মীরা আজকের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় দ্বাদশ নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করবে। একইসঙ্গে বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলন রুখে দিতে রাজপথে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। একই সময় পৃথক ব্যানারে সমাবেশে যোগ দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির নেতা শেখ জাহিদ বলেন, ঢাকা আওয়ামী লীগের যতগুলো বড় কর্মসূচি হয়, নারায়ণগঞ্জ থেকে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে সব সময় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতা আজ কয়েক হাজার নেতাকর্মী মহাসমাবেশ অংশগ্রহণ করেছে। প্রায় ৪হাজার কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিয়েছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। তিনি বলেন, নির্বাচনের আগে এটাই ঢাকা সবচেয়ে বড় সমাবেশ। তাই সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছি। ঢাকা দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী মনসুর আলী। তিনি বলেন, কয়েকদিন পর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তার আগে আজ শনিবার উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল উদ্বোধন একটা মাইলফলক হয়ে থাকবে। নির্বাচনের আগে এ যোগাযোগ ব্যবস্থা শেখ হাসিনা সরকারের উপহার। তাই দলীয় নেতাকর্মী ছাড়াও ঢাকার মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিচ্ছেন।