Home সারাদেশ ঢাকায় সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঢাকায় সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

391

মোংলা থেকে মোঃ নূর আলমঃ ঢাকায় বিএনপি’র সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোংলায় গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে মোংলায় কর্মরত সাংবাদিবৃন্দ’র ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পৌর মাকেট চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, শফিকুল ইসলাম শান্ত, আলী আজীম, হাফিজুর রহমান, ইদ্রিস ইমন, হাছিব সরদার, ওয়াসিম আরমান প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন গণতন্ত্রের সফলতার অন্যতম শর্ত হলো গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতা। সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যা গণতান্ত্রিক ধ্যানধারনার পরিপন্থী ঘৃণ্য কর্মকান্ড। সাংবাদিকদের কর্মকান্ডে বাঁধা প্রদান মানবাধিকার লংঘনের সামিল। সমাবেশে বক্তারা ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের সাথে যারা যুক্ত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক প্রদানের দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।