আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথিপত্রের সন্ধানে করতেই এ তল্লাশি চালানো হয়েছে জানিয়েছে ট্রাম্প। আল জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এফবিআইয়ের গোয়েন্দারা পাম বিচের বিলাসবহুল ‘মার-আ-লাগো’ রিসোর্টে হানা দেন। কেনো এই অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার কাছে পরিষ্কার নয়।

তিনি আরো বলেন, এমন অভিযান তৃতীয় বিশ্বের ভঙ্গুর দেশগুলোতেই কেবল ঘটতে পারে। অবশ্য আমার বাসায় তল্লাশি চালানোর পিছনে ডেমোক্রাটদের সমর্থন আছে। তারা চায় না আমি আগামী ২০২৪ সালে নির্বাচনে অংশ নিই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এফবিআইয়ের কর্মকর্তারা আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়েছে।

গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানিয়েছে দেশটির ন্যাশনাল আর্কাইভ।