Home সারাদেশ ঠাকুরগাঁও-৩: বিজয়ী হলেন জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ

ঠাকুরগাঁও-৩: বিজয়ী হলেন জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ

33

আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ ও রানীশংকৈল আসনে ১২৮ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন (লাঙ্গল মার্কা) নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজ উদ্দীন ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।

এছাড়াও আরো ৩ জন প্রার্থী জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক গোলাপ ফুল প্রতীক, সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীক, সাফি আল আসাদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি এবং ৮০৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।