Home খেলা টেস্টে ডাক পেয়েছে পেসার শরিফুল

টেস্টে ডাক পেয়েছে পেসার শরিফুল

29

ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তাই দলের সাথে যোগ দিতে আজ রাতেই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ছিলেন না শরিফুল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠে অনুশীলন করেছেন শরিফুল। অনুশীলনে ভালো অনুভব করায় দ্বিতীয় টেস্টে শরিফুলের খেলার ব্যাপারে ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
এরপরই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেলেন শরিফুল।
২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো শরিফুলের। এখন পর্যন্ত ৪ টেস্টে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১০ ওয়ানডেতে ১৩ ও ১৯ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট আছে তার।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।