Home বিজ্ঞান ও প্রযুক্তি টুইটারে অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে যে কারণে

টুইটারে অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে যে কারণে

26

ডেস্ক রিপোর্ট: কয়েক মাস ধরে ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে অনেক টুইটার ব্যবহারকারীর অনুসারীর সংখ্যা কমে গেছে। এবার টুইটারের নতুন এক সিদ্ধান্তের কারণে ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুইটারে প্রবেশ করেননি বা কোনো টুইট করেনি, এমন অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। এর ফলে অনুসরণকারীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন ইলন মাস্ক।

ইলন মাস্কের তথ্যমতে, টুইটারে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার ফলে জায়গা খালি হওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের জন্য পছন্দমতো ইউজার নেম ব্যবহারের সুযোগ পাবেন। মুছে ফেলা অ্যাকাউন্টগুলোর তথ্য আর্কাইভ অপশনে সংরক্ষণ করা হবে। ফলে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর তথ্য নাম-পরিচয় নিশ্চিত করে চাইলেই সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, মৃত্যুর পর ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো ব্যবহার না হলেও সচল থাকে টুইটারে। এমনকি অন্য ব্যবহারকারীদের অনুসরণকারীর তালিকায়ও মৃত ব্যক্তিদের নাম দেখা যায়। নতুন এ উদ্যোগের ফলে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলো মুছে যাওয়ায় অন্য ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যাও কমে যাবে।
প্রথমআলো