ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক বিষয়ে জামিয়া ফারুকিয়া করাচির পক্ষ থেকে একটি ফতোয়া প্রদান করা হয়েছে।

প্রকাশিত ফতোয়ায় বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে বর্তমানে টিকটক একটি ক্রমবর্ধমান ফেতনা হিসেবে দেখা দিতে শুরু করেছে। শরয়ী দৃষ্টিকোণ থেকে এই অ্যাপস ব্যবহার করা হারাম।

এর কয়েকটি ধ্বংসাত্মক কার্যক্রম নিচে উল্লেখ করা হল:

১) এখানে প্রাণীর ছবি এবং ভিডিও প্রচার করা হয় যা শরীয়তে সরাসরি হারাম।

২) এখানে অত্যন্ত অশালীন ভিডিও বানিয়ে প্রচার করা হয় যা মারাত্মক রকমের বেহায়াপনার অন্তর্ভুক্ত।

৩) এই অ্যাপের মাধ্যমে গায়রে মাহরামকে দেখার গুনাহ হয়।

৪) এখানে ব্যাপকভাবে ইসলামে হারাম মিউজিক ও গানের ব্যবহার করা হয়।

৫) এই অ্যাপ অশ্লীলতা প্রচারের অন্যতম মাধ্যম।

৬) এই অ্যাপ অনর্থক সময় অপচয়ের কারণ ।

৭) আলেমে দ্বীন ও ধর্মকে ঠাট্টা করা হয় এমন ভিডিও এই অ্যাপসে বিদ্যমান। এছাড়াও প্রায় সব ধরনের জিনিসকে নিয়ে এখানে ঠাট্টা বিদ্রুপ করা হয়; যা একদম নাজায়েজ।

জামিয়া ফারুকিয়া করাচির প্রকাশিত ফতোয়াতে আরো বলা হয়েছে, যে সমস্ত অ্যাপসের মাধ্যমে সমাজে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়ে মুসলমানদের উচিত যে এ জাতীয় সব অ্যাপস পরিহার করা।

আরো বলা হয়েছে, যারা এ ধরনের অ্যাপ্স ব্যবহার করে এবং এগুলোতে ভিডিও বানায় তাদেরকে সহমর্মিতা ও ভালোবাসার সাথে বোঝানো উচিত, যে সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পরে সেখান থেকে বরকত ও রহমত উঠে যায়।আমাদের সময়.কম