Home খেলা ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তালের বীজ রোপন

ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তালের বীজ রোপন

36

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তালের বীজ রোপণ করা হয়, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কেন্দ্রীয় কমিটির কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আবুল আলীম তালুকদারের উদ্দোগে স্টেডিয়ামের চার পাশে এবং বাজিতখিলা থেকে গাজীখামার সরকে আনুমানিক ১০০০ বীজ রোপনের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালের বীজ রোপণের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষায় শেরপুর জেলার প্রথম স্থান অধিকারী ২০২২ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় কমিটির কবি সংঘের সভাপতি কবি তালাত মাহমুদ, সার্বিক সহযোগিতায় ছিলেন ঝিনাইগাতী উপজেলা কবি সংঘের সভাপতি মঞ্জুরুল ঝিনাইগাতী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ক্রীড়া সম্পাদক শাহ আলম। ঝিনাইগাতী কবি সংঘের কোষাধ্যক্ষ মাহমুদ।স্কাউট দলের ছাত্র বৃন্দ। তালের বীজের রোপনের উদ্দ্যোগতা ড. আবুল আলীম বলেন, যে কোনো গাছ মানুষের জন্য উপকারী তাই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, আমরা একটি গাছ মূহুর্তেই কেটে ফেলি,আর একটি গাছ লাগিয়ে বড় করা সময়ের প্রয়োজন, তাই একটি গাছ কাটার আগে একের অধিক গাছ লাগাতে হবে।