Home শিক্ষা ও ক্যাম্পাস “জার্মান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রধান ইবির সাব্বির আহমেদ”

“জার্মান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রধান ইবির সাব্বির আহমেদ”

39

নূর ই আলম, ইবি প্রতিনিধি : বাংলাদেশ সরকার এবং ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা অনুমোদিত ঢাকাস্থ জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (জিইউবি) বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ অতিরিক্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপাচার্যের আদেশক্রমে জিইউবি’র রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জনাব সাব্বির আহমেদ এখন থেকে বায়োটেকনোলজি বিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এই আদেশ অক্টোবর, ২০২৩ থেকে কার্যকর হবে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত পদ বহাল থাকবে”।

জানতে চাইলে প্রভাষক সাব্বির আহমেদ বলেন, “কর্মজীবনের খুব প্রারম্ভেই এরকম একটি দায়িত্ব পাওয়া আমার কাছে অনেক আনন্দের। পাশাপাশি এই দায়িত্বের ভার বহন করার মত সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা তা কাজের মাধ্যমে প্রমাণ করার নতুন চ্যালেঞ্জ রয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করি আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবো এবং নতুনভাবে বিভাগকে পরিচালনার পরিকল্পনা থাকবে”।

প্রসঙ্গত, তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার ও ইবি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।