আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় পর্যন্ত ৬০ জনের প্রাণহানি হয়েছে। জরুরি উদ্ধার কর্মীরা শতশত নিখোঁজ মানুষের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।এরকম ভয়াবহ বন্যা কখনও দেখেনি এলাকার বাসিন্দারা।
ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, আমি আশঙ্কা করছি আগামী দিনে আমরা বিপর্যয়ের পুরো মাত্রা দেখতে পাবো। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দারা নিখোঁজ রয়েছে। লোকরা ধ্বংস ও হতাশায় স্তব্ধ হয়ে পড়েছে। শীর্ষ ‘দৈনিক বিল্ড’ এই পরিস্থিতিকে ‘মৃত্যুর বন্যা’ বলে অভিহিত করেছে।
প্রতিবেশী বেলজিয়ামে বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার লোককে মাস্ট্রিখট শহরে সরিয়ে নেয়া হয়েছে।