Home সারাদেশ জামালপুরে বিএনপির ডাকা হরতাল হয়নি

জামালপুরে বিএনপির ডাকা হরতাল হয়নি

31

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে রবিবার বিএনপির ডাকা হরতাল হয়েছে এমনটি দেখা যায়নি। সকাল থেকে জামালপুর পৌরসভাসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় সবকিছু স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোন বাস জামালপুর থেকে ছেড়ে যায়নি।

গতকাল(২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল আজকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন।

সকাল থেকে শহরের ভোকেশনাল মোড়,দয়াময়ীমোড়,গেইটপাড়,তমালতলা,বকুলতলা,মির্জা আজম চত্ত্বর ঘুরে দেখা যায় শহরে গাড়ী চলাচল,দোকানপাট সবকিছু প্রতিদিনের মত স্বাভাবিক ছিল। রাস্তায় বিএনপির কোন নেতা-কর্মীকে দেখা যায়নি,মিছিল-মিটিং এবং পিকেটিং করতেও দেখা যায়নি। বিএনপির জেলা কার্যালয় তালাবন্ধ ছিল। অফিসের আশেপাশে কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। বরং সরকার দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকার মোড়ে বসে থাকতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

একজন ইজিবাইক চালক জামালপুর টাইমসকে বলেন,’সকাল থেকেই শহরে গাড়ী চালাইতেছি। আজকে বিএনপি হরতাল ডাকছে এইডা মনেই হয় নাই। গাড়ি-ঘোড়া সবকিছুই চলতাছে বরং আগের চেয়ে বেশি চলতাছে মনে হয়।’

এদিকে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ৬৮ জন বিএনপির নেতা-কর্মী গ্রেফতার করে পুলিশ।