Home সাহিত্য ও বিনোদন জামালপুরে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামালপুরে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

56

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারাদেশের মত জামালপুরে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

২৯ অক্টোবর বিকেলে দয়াময়ীমোড়স্থ জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে সুরকার,গীতিকার এবং প্রবীণ গণসংগীত শিল্পী স্বপন রহমান ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখে ছাত্র ইউনিয়ন,যুব ইউনিয়ন,জামালপুর জেলা শাখা,নাট্যনীড় জামালপুর,মনিমেলা খেলাঘর,মতিমিয়া ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র‍্যালি দয়াময়ী মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিন করে তমালতলা গিয়ে পূণরায় দয়াময়ী মোড়ে এসে সমাপ্ত হয়।

সন্ধ্যায় উদীচী,জামালপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সূধী সমাবেশে সূধী সমাবেশে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যাপক মুহাম্মদ হায়দার এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ,জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মারুফ আহমেদ খান মানিক,সভাপতি মোজাহারুল হক,জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা রাজন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির,উদীচী জামালপুর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সন্তোষ কুমার রাজভর প্রমূখ। সূধী সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক গৌতম হিংহ সাহা।

সমাবেশে বক্তারা,মৌলবাদ,সাম্প্রদায়িকতা,ফ্যাসিবাদ হটিয়ে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান। উদীচীই হবে এই আন্দোলনের সাংস্কৃতিক অগ্রসৈনিক।

সূধী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসংগীত,সংগীত পরিবেশ করেন।