Home সারাদেশ জামালগঞ্জে মতবিনিময় সভা ও পূজা মন্ডপ পরিদর্শন করেন-এমপি রতন

জামালগঞ্জে মতবিনিময় সভা ও পূজা মন্ডপ পরিদর্শন করেন-এমপি রতন

52

রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের সুকদেবপুর শিবমন্দিরে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সুখদেবপুর ,কৃষ্ণপুর ও শ্রীমন্তপুর, যশতমন্তপুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে সুখদেবপুর গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা শ্যামল বর্মণ, সিলেট মহানগর দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ থানার এসআই মো: জুলহাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আব্দুল হক, মো: দুলাল মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনফর আলী টুকু, মৎস্যজীবীলীগের আহবায়ক শফিকুল ইসলাম ভুইয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শতাব্দির ভয়াবহ বন্যায় হাওরের রাস্তা ঘাট ভেঙ্গে গেছে, জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা হাওরের রাস্তা ঘাট সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, জামালগঞ্জ উপজেলার ৪৮ টি পুজা মন্ডপে সহযোগিতা করেছি, এই শিব মন্দিরের উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা এবং রাস্তা মেরামত করা হবে, পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।