Home সারাদেশ জামালগঞ্জে নবান্ন উৎসবে- এমপি রতন

জামালগঞ্জে নবান্ন উৎসবে- এমপি রতন

44

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ: শেখ হাসিনা সরকার, কৃষক বান্ধব সরকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারঁবাক ইউনিয়নে নবান্ন উৎসব অনুষ্টিত হয়। মঙ্গলবার দুপুরে গঙ্গাধরপুর খেলার মাঠে উৎসব অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়নে চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। ছাত্রলীগের সদস্য জয় সরকার এর সঞ্চালনায়। প্রধান অতিথি ও উদ্ভোধক সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বিদায়ী জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রী কান্ত তালুকদার, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জামালাগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহীনা আল আজাদ, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। হাওরে অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। এছাড়াও তিনি বলেন, হাওরে উড়াল সেতু সহ রাস্তা ঘাট, স্কুল কলেজের উন্নয়ন হচ্ছে। তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।