Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে শুরু হতে যাচ্ছে জাতীয় বির্তক উৎসব

জাবিতে শুরু হতে যাচ্ছে জাতীয় বির্তক উৎসব

41

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন ‘জেইউডিও কর্তৃক “মগজচাষেই মাদকনাশ ” এই স্লোগানকে সামনে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘ডিএনসি-জেইউডিও জাতীয় বির্তক উৎসব ২০২২ ইং।

আগামীকাল ২৫ শে নভেম্বর থেকে শুরু হবে এই জাতীয় বির্তক উৎসব। এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে তিনটি পর্বে। উৎসবের প্রথমদিন ২৫ শে নভেম্বর জাতীয় আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ২৬ শে নভেম্বর জাতীয় আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা। উৎসবের তৃতীয় পর্যায়ে আয়োজিত হবে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা। স্কুল ও কলেজ পর্যায়ে যথাক্রমে ৩২ টি দল করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৬ টি দল অংশগ্রহণ করবে। ৩ টি প্রতিযোগিতাতেই বাংলা সংসদীয় ফরম্যাট অনুসরণ করা হবে। একই সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারেয়ারি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন হবে। প্রতিযোগিতা গুলোর চুড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর ২০২২ ইং।

এই উৎসবে বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘ দৈনিক ইত্তেফাক। ইংরেজি প্রিন্ট মিডিয়া পার্টনার মিডিয়া হিসেবে থাকছে ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’। অনলাইন বাংলা পোর্টাল পার্টনার হিসেবে থাকছে ‘ জাগো নিউজ টুয়েন্টি ফোর’ অনলাইন নিউজ পার্টনার হিসেবে থাকছে ‘ সময় নিউজ ডট টিভি’ রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও স্বাধীন। আউটরিচ পার্টনার হিসেবে থাকছে ‘এক্সিলেন্স বাংলাদেশ “।
উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।