Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

226

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ বর্ষের আংশিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছে আইন ও বিচার বিভাগের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন হৃদয় ও সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের (৪৬ ব্যাচ) রায়হানুল রায়ান এবং কোষাধ্যক্ষ পদে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (৪৭ ব্যাচ) রামিমা তাসনিম কুন্তলা।

সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৬ ব্যাচের মুনিবুল আলম মৃন্ময়, ওয়াহিদ তওসিফ অনিক, রমজান আলী আকাশ, তাওহীদুল ইসলাম জিহাদ, শাহীন ঢালী, ফাবিহা সি আতিয়া, তাহমিনা নিপুন, তামান্না ইসরাত মীম ও ইসরাত জাহান নওশীন পিংকি।

সহ-সাধারণ সম্পাদক পদে আছেন আলী আক্কাছ আকাশ, মহিবুর রহমান শুভ, তানভীর হাসান রাব্বী, সারোয়ার ইসলাম শিমুল, ওয়াসিফ মাহমুদ সিয়াম, ইসরাফিল আহম্দে, মোঃ মোহিদুল ইসলাম, খান ও জাহিদ বিন মোস্তফা নীল।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪৮ ব্যাচের ইশরাক জ্যোতি জাফরিন উষ্ণ, নাফিসা মানিক উর্মি, সানজিদা মীম, আফসানা মোস্তাক মীম, আদনান রাজবীর, আবু রাহাত, আলামিন মিয়া, সোহান মিয়া, আদনান সাইফ শোয়েব, রাসেল আকন্দ ও এস. এম. নাহিদ হাসান সজীব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হানুল রায়ান বলেন, “একটি জেলা সমিতির উদ্দেশ্য হওয়া উচিত, সকল শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে একত্রিত হয়ে কাজ করে যাওয়া। আমি চাই নব-গঠিত কমিটি সকলকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলার সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। সবার সহযোগিতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে”।