Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন কমিটি ঘোষণা

জাবিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন কমিটি ঘোষণা

245

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রথম বারের মতো সম্পন্ন হল কাজী সামিতা আশকা নেহা স্বারক বির্তক প্রতিযোগিতা।

রবিবার ৮ অক্টোবর ড. এ আর মল্লিক লেকচার হলে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

হিস্ট্রি ডিবেটিং ক্লাবের মডারেটর ড. পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ইমরান জাহান। তিনি বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে তর্ক বির্তকের প্রয়োজনীতা অপরিসীম । যুক্তির মাধ্যমে আমরা অধিকার আদায় করতে পারি। যুক্তির মাধ্যমে আমরা নিজেদের যাচাই করতে পারি। তর্ক বির্তক হল জ্ঞানের শান দেওয়া। বির্তক চলমান থাকলে শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিভিত্তিক চেতনার জাগ্রত হবে। আমরা সবসময় চায় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা সব দিক থেকে এগিয়ে যাক। ইতিহাস বিভাগের বিতর্ক ক্লাবের জন্য শুভ কামনা
আমরা শিক্ষরা সময় সময় তোমাদের সাথে আছি।
বিতর্ক গুলো আমি সরাসরি দেখেছি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করা হয়েছে আমার প্রাণবন্ত মনে হয়েছে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক আরিফা সুলতানা, সুলতানা আক্তার।

হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সভাপতি জিল্লাল হোসাইন সৌরভের উপস্থাপনায় এবারের কাজী সামিতা আশকা নেহা স্বারক বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থীরা। ৪৮ এর হয়ে বিতর্ক করেছেন গিয়াস উদ্দিন মুন্না, হাসিবুল আলম, হোসনে আরা হাবিব পৃথী, শামসুন নাহার। এবং রানার আপ হয়েছেন ৫০ তম আবর্তনের শিক্ষার্থীরা। ৫০ এর হয়ে বির্তক করেছেন মাহদী আল হোসাইন, আফসানা নওরিন, তৌহিদুল ইসলাম ভুঁইয়া ও জান্নাতুল ফেরদৌস। এবারের আসরে ফাইনালের সেরা বির্তাকিক মনোনীত হয়েছেন মাহদী আল হোসাইন। পুরো আসরের সেরা বির্তাকিক মনোনীত হয়েছেন গিয়াস উদ্দিন মুন্না। এছাড়াও হিস্ট্রি ডিবেটিং ক্লাবের ২০২৩- ২৪ কার্যকরী কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হন গিয়াস উদ্দিন মুন্না ও জে এস খান প্রীতম।