Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে দুই হলের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

জাবিতে দুই হলের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

80

জাবি প্রতিনিধি: ফুটবল খেলায় বিবাদকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে চ্যান্সেলর কাপ ফুটবল চলাকালে আফম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যকার ম্যাচে ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, দু’টি হলের মধ্যকার ম্যাচে কামাল উদ্দিন হল একটি গোল দিলে রেফারি ফাউলের সংকেত দিলে তারা বিবাদে জড়িয়ে পড়ে৷ খেলার মাঠে বিকেলের ঘটনার পর বিবদমান দু’টি হলের শিক্ষার্থীরা হলে ফিরে আসে৷ পরে সন্ধ্যা ৭ টার দিকে ক্যাম্পাসের বটতলায় অবস্থান নেয়। এসময় বটতলার মূল সড়কের কামাল উদ্দিন হল সংলগ্ন এলাকার দোকান ভাঙচুর করে ভাসানী হলের ছাত্ররা৷ এসময় অন্তত ৭/৮ টি দোকান ভাঙচুর করা হয়। এসময় দুই পক্ষের মধ্যে ইটের খোয়া বিনিময় হয়। দু’টি হলের ছাত্ররা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত চারজনের পরিচয় জানা গেছে। ভাসানী হলের ৪৭ ব্যাচের প্রতীক, ৪৮ ব্যাচের সোহান, কামালউদ্দিন হলের ইতিহাস ৫০ ব্যাচের অর্পণ, দর্শন ৪৮ ব্যাচের রাসেল চিকিৎসাধীন আছে।

জাবি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার শামসুর রহমান জানিয়েছেন, এখনো পর্যন্ত ৩০ জন আহত হয়ে মেডিকেল সেন্টারে জড়ো হয়েছেন। এর মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিকালে খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। আমরা ঘটনার শুরু থেকেই দু’টি গ্রুপের সাথে কথা বলছি। মীমাংসার চেষ্টা করছি। সর্বশেষ তারা হলে ফিরে গিয়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠ থেকে এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির উপর নজর রাখছি। আইন শৃঙখলা বাহিনীকেও জানিয়ে রেখেছি।