Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে আন্ত:বিভাগীয় হ্যান্ডবলে সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন

জাবিতে আন্ত:বিভাগীয় হ্যান্ডবলে সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন

92

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এর আয়োজনে আন্ত:বিভাগীয় হ্যান্ডবল খেলায় সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার ( ৭ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে সরকার ও রাজনীতি বিভাগ এবং আইন ও বিচার বিভাগ পরস্পরের মুখোমুখি হয়।

খেলায় আইন ও বিচার বিভাগকে ৯-৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সরকার জিতে যায় । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুরুল আলম।

এতে বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর ডা. মঞ্জুরুল হক,শারীরিক শিক্ষা বিভাগের প্রধান রাশেদা আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হাসান

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. নুুরুল আলম চ্যাম্পিয়ন দল সরকার ও রাজনীতি বিভাগের হাতে ট্রফি তুলে দেন। পরে খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করা হয়।