Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে ‘অপ্রকাশিত প্রবন্ধ’ দিয়ে অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

জাবিতে ‘অপ্রকাশিত প্রবন্ধ’ দিয়ে অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

287

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা অপ্রকাশিত জার্নালের অপ্রকাশিত প্রবন্ধ দিয়ে অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। তার আবেদন পত্রের একটি কপি সাংবাদিকদের হাতে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সহযোগী অধ্যাপক হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে কর্মরত রয়েছেন। তিনি গত ১২ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক পদ হতে অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিভাগের সভাপতি এবং কলা ও মানবিকী অনুষদের ডিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করেছেন। আবেদনপত্রে গবেষণা প্রবন্ধের তালিকায় ১১টি প্রকাশিত প্রবন্ধের কথা উল্লেখ করেছেন।

তার উল্লেখিত গবেষণা প্রবন্ধের তালিকায় ৬ নম্বর প্রবন্ধের শিরোনাম ‘নব্বইয়ের গণঅভূত্থানে ঢাকার নারী শিক্ষার্থী’ এবং ৭ নম্বর প্রবন্ধের শিরোনাম ‘পূর্ব বাংলায় সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন-১৯২১-১৯৭০, নারীর সাংগঠনিক তৎপরতা’। এই দুটির প্রথমটি Clio Jahangirnagar University Journal of the Department of the History, Vol 40th June-2023 সংখ্যায় প্রকাশের রেফারেন্স উল্লেখ করেছেন। তবে ইতিহাস বিভাগ কর্তৃক প্রকাশিত জার্নালের এই সংখ্যাটি এখনো প্রকাশিত হয়নি। তবে বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হবার কথা রয়েছে। এ বিষয়টি বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে দ্বিতীয়টি এশিয়াটিক সোসাইটি প্রকাশনার কথা উল্লেখ করলেও কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে- তা উল্লেখ করেননি তিনি। তবে এশিয়াটিক সোসাইটির প্রকাশনাটি আগামী ডিসেম্বরে ২০২৩-এ প্রকাশিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, অধ্যাপক পদে পদোন্নতির জন্য যদি কোন শিক্ষক অপ্রকাশিত জার্নালের অপ্রকাশিত প্রবন্ধ দিয়ে আবেদন করে থাকেন তাহলে তা একাডেমিক ইথিকস বহির্ভূত। বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতির বিবেক ও নৈতিক ভিত তৈরির সূতিকাগার। যারা এই মহান কাজের সাথে জড়িত তারাই যদি জালিয়াতির আশ্রয় নেয় সেটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের শিক্ষকদের জন্য অত্যন্ত লজ্জাকর।

Clio Jahangirnagar University Journal of the Department of the History, Vol 40th, June 2023 সংখ্যার সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, ‘জানার্লের ৪০তম ভলিউমটি এখনও প্রকাশিত হয়নি। তবে আশা করছি আগামী এক মাসের মধ্যে প্রকাশিত হবে।’

এ বিষয়ে এশিয়াটিক সোসাইটির গবেষনা কর্মকর্তা দেলোয়ার হোসাইন বলেন, ‘সাধারণত জুন ও ডিসেম্বরে আমাদের প্রকাশনা প্রকাশিত হয়। হোসনে আরার প্রবন্ধটি রিভিউ হয়েছে কিন্তু প্রকাশের আগে আমাদের সম্পাদকীয় বোর্ড বসে সিদ্ধান্ত নিবে।’

সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, ‘কিছু প্রকাশিত জার্নাল আছে। বাকীকিছু প্রকাশিত না হলেও প্রকাশের সম্মতি পত্র পেয়েছি। সব মিলিয়ে আমার গ্রহণযোগ্য সংখ্যক জার্নাল রয়েছে। বিশ্ববিদ্যালয় যাচাই-বাছাই করে যদি যোগ্য মনে করে তাতেই পদোন্নতি দিবে।’

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো. এমরান জাহান বলেন, ‘প্রথমত বিভাগের যে প্রকাশনার কথা বলা হয়েছে সেটি এখনো প্রকাশিত হয়নি। দ্বিতীয়ত, এশিয়াটিক সোসাইটির প্রকাশনার জন্য এখনো সম্পাদকীয় বোর্ড বসেনি। তার মানে এগুলো আবেদনে দেখানো সরাসরি অনৈতিক।’

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলমের সভাপতিত্বে তাঁর পদোন্নতির বোর্ড অনুষ্ঠিত হবার কথা রয়েছে।