Home সারাদেশ চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগে রুপগঞ্জে বাসা বাড়িতে ডাকাতি করে মালামাল লুট

চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগে রুপগঞ্জে বাসা বাড়িতে ডাকাতি করে মালামাল লুট

47

ডেস্ক রিপোর্ট : চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বাসা বিড়িতে ডাকাতি করে ২৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে স্থানীয় একটি ডাকাত দল। বাড়িওয়ালা নূরুল আফছার চৌধুরী, পিতা- মৃতঃ নূরুল ইসলাম মাষ্টার চৌধুরী, সাং – বরপা শান্তি নগর , থানা- রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এনিয়ে রুপগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে আসামীদের খুজে বের করতে।

এই বিষয়ে কথা হয় বাড়িওয়ালা নূরুল আফছার চৌধুরী সঙ্গে। তিনি বলেন, ” আমি আমার স্ত্রীকে নিয়া ১০/০৮/২০২২ ইং তারিখ হইতে ভারতে চিকিৎসা কাজে ব্যস্ত ছিলাম। আমার অনুপস্থিতির সুযোগে ১) মোঃ হৃদয়, পিতা- আঃ রশিদ ড্রাইভার, সাং- বরপা শান্তিনগর, ২) মোঃ তুহিন, পিতা- আঃ মনা, সাং- বরপা শান্তিনগর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ গংসহ আরও অজ্ঞাত পরিচিত ৭/৮জন। তাহারা আমার বরপা শান্তি নগরস্থ বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া, তাহারা উক্ত আসামীরা ০৩ টা কেছি গেইট মূল্য অনুমান ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা, মেইন গেইট ০১ টি মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, জানালা ৪০টি মূল অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা, বেলকুনি ১২টি মূল্য ১.৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা, ফ্রিজ ০৪ টি মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, খাট ০৬ টি মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, জেনারেটর ০২টি মূল্য ১,৫০,০০০/- (এক লক পঞ্চাশ হাজার) টাকা, সুকেজ ০৬টি ও ০৪ টি কাঠের আলমারী মোট মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ০৪ তালার সিঁড়ির এস.এম মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজা) টাকা, মেট্রেস ০৬ টি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ০৩ সেট ছোফা মূল্য ৩০০,০০০/- (তিন লক্ষ) টাকা ঘরের অন্যান্য আসবাব পত্র মূল্য অনুমান ১,০০,০/- (এক লক্ষ) টাকা এ/সি ০২টি মূল্য
১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট ২৩,৬০,০০০/- (তেইশ লক্ষ ঘাট হাজার) টাকার মালামাল যাহা আসামীরা পর্যায়ক্রমে চুরি করিয়া নিয়া যায়।”

তিনি আরও বলেন, “আমি ভারত থেকে দেড় মাস পর নিজ বাড়ীতে আসিয়া এহেন ঘটনা দেখিয়া বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসাবাদ করিয়া উক্ত মালামাল আসামীরা নিয়া যায় বলিয়া জানতে পারি। আমি ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে লিখিত ভাবে জানিয়েছি। তাহারা রুপগঞ্জ থানাকে তদন্ত পূর্বক আইনগত ব‍্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আশা করি আমার মালামাল ফেরত পাবো এবং যাহারা আমার এতো বড় ক্ষতি করলো তারা ধরা পড়বে।”