Home জাতীয় চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে সংহতি সমাবেশ

চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে সংহতি সমাবেশ

40

ডেস্ক রিপোর্ট: শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সাথে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিল করার দাবিতে আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাঃ বিজয় কৃষ্ণ দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহ আলম, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ফরহাদ মঞ্জুর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়কারি ফখরুদ্দিন কবির আতিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ছাত্রনেতা আল কাদেরী জয়, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। সংহতি সভা পরিচালনা করেন রেলপরিবারের সন্তান জনাব মোঃ জসীম উদ্দিন। সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব খালেকুজ্জামান লিপন, জনাব মহিন উদ্দিন, জানাবা রাজিয়া সুলতানা দীপা, জনাব জাহেদ চৌধুরী মিঠু, এম সাহাদাৎ নবী খোকা, সাইদুল হক খন্দকার, সৈয়দা পারভীন আক্তার প্রমুখ।
সংহতি সমাবেশে বক্তাগণ বলেন, শতবছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস বলে খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেংগল রেলওয়ের প্রধান কার্যালয়, ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকান্ডে প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উম্মুক্ত স্থান।