Home সারাদেশ গোলাপগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসা মেলেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

গোলাপগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসা মেলেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

36

সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট জেলার বিয়ানীবাজারে বিষাক্ত সাপের কামড়ে গোলাপগঞ্জের শাহিনা বেগম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামে একটি বিষাক্ত সাপ কামড় দিলে দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে।সে সফিক উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামের ইসলাম উদ্দিনের নাতনি শাহিনা বেগমকে উনার বাড়িতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এরপর তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে চিকিৎসা না পেয়ে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা সফিক উদ্দিন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি সাপের ভ্যাক্সিন নেই এমন প্রশ্নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুদর্শন সেন বলেন, সাপের রোগী কম হওয়ার কারণে অনেক সময় ঔষধের ডেট ফেল হয়ে যায়,তাই এসব ঔষধ আমাদের ফেলে দিতে হয়,পাশাপাশি রোগী শিশু বয়সী হওয়ায় আমরা ঝুঁকি নিতে চাইনি,শিশু রোগীর জন্য একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার এবং আইসিউসহ যেসব সাপোর্ট প্রয়োজন সেসব না থাকায় আমরা চিকিৎসা দিতে পারিনি।

উপজেলা হাসপাতাল গুলোতে সাপের ভ্যাক্সিন নিয়মিত রাখা এবং সাপে কাটা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখার দাবি জানান স্থানীয়রা।