Home জাতীয় গুচ্ছ পরীক্ষার ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

গুচ্ছ পরীক্ষার ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

39

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। বর্ধিত এ মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন। এবছরই প্রথম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, “বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। এতে পরিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এ পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। এছাড়া কোন শিক্ষার্থী একাধিক বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে অতিরিক্ত অর্থ গুণতে হবে। করোনাকালে মানুষের আয় নিম্নমুখী। অভাব অনটনে অনেক শিক্ষার্থীর জীবন শেষ হতে বসেছে। অথচ এমন পরিস্থিতিতে ফর্মের এমন মূল্য নির্ধারণ কাম্য নয়।