Home সাহিত্য ও বিনোদন গীতিকবিতায় অনন্য ভূমিকা রাখায় বাসাপ অ্যাওয়ার্ড ২০২২ পেলেন মো: হাবিবুল্লাহ

গীতিকবিতায় অনন্য ভূমিকা রাখায় বাসাপ অ্যাওয়ার্ড ২০২২ পেলেন মো: হাবিবুল্লাহ

42

জাকির হোসেন আজাদী: গত (২৭ নভেম্বর ) রোববার বিকাল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বাসাপ প্রতিষ্ঠার ৩৫ বছর উপলক্ষ্যে আলোচনা সভা, গূণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুল ইসলাম সুজন এম.পি মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বাঙালি সংস্কৃতির সমাজ গঠনমূলক মূল্যবান বক্তব্য রাখেন।

এছাড়া, উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ এর সম্মানীয় সভাপতি জনাব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থমন্ত্রণালয়, বিশেষ অতিথি বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রী শ্রদ্ধেয় ডলি জহুর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন বাদল, ডিইউজের সাবেক সভাপতি সাংবাদিক আবু জাফর সূর্য, প্রখ্যাত গীতিকার হাসান মতিউর রহমান, জনপ্রিয় গীতিকবি সাংবাদিক জাকির হোসেন আজাদী ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ-এর সাধারণ সম্পাদক, সংগঠক এবং গীতিকবি জনাব আলী আশরাফ আখন্দসহ অন্যান্য খ্যাতিমান গূণীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মাননীয় রেলপথ মন্ত্রী তাঁদের হাতে বাসাপ অ্যাওয়ার্ড ২০২২ সম্মাননা তুলে দেন। বাংলা আধুনিকগানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সংগীতের গুণীজন বিশিষ্ট গীতিকার হিসেবে জনাব মোঃ হাবিবুল্লাহ-কে ‘বাসাপ অ্যাওয়ার্ড’ ২০২২ সম্মাননা প্রদান করা হয়েছে।এ সম্মাননা পেয়ে জনাব মোঃ হাবিবুল্লাহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞা জানিয়েছেন।

খ‍্যাতিমান গীতিকবি মোঃ হাবিবুল্লাহ’র আলোড়ন সৃষ্টিকারী কিছু গানের কথা:

বিশেষ সংগীত রচনা;
• মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন ঘিরে বিশেষ গান রচনা। বাংলাদেশ টেলিভিশনে ফিলারসহ বিশেষ
অনুষ্ঠান ও বিটিভির সোস্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার। সুর: ফরিদ বঙ্গবাসী, শিল্পী: শাহীন খান ও নীপা আক্তার মীম

• স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেরা সংগীত রচনা: বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে ও বিটিভি’র
সোস্যাল মিডিয়াতে প্রচারে ব্যাপক সাড়া ফেলেছে, কথা: ”তোমার বুকে জেগেছে এবার, স্বপ্নের সেতু চমক
জোয়ার, শত বাধাবিঘ্ন পেরিয়ে, ঘন কুয়াশার আঁধার কাটিয়ে, উন্মোচিত আজ আলোর দোয়ার”
সুর: ফরিদ বঙ্গবাসি, শিল্পী, শাহীন ও নীপা আক্তার

• জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিক উপলক্ষ্যে থীম সং মুজিবর্ষব্যাপী প্রচার
কথা: “জাতির পিতা, মহান নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, সোনারই বাংলাদেশের রুপ কারিগর, বিশ্বলোকে তোমারই নাম, লইবো জীবনভর” সুর: সাহাবুদ্দিন মজুমদার, শিল্পী: শিল্পী বিশ্বাস।

• জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে থীম সং সোস্যাল মিডিয়াতে
ব্যাপক প্রচার । ”বিশ্বসেরা মহান নেতা, বাঙালির জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইতিহাসের মহানায়ক তুমি” সুর: শেখ সাদী খান, শিল্পী: প্রফেসর ইফফাত আরা নার্গিস।

শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ঘিরে ০৩টি গান রচনা:

• ১ম গান : হাজার তারার মাঝে ফুটে ছিলে সন্ধ্যার আকাশে, ভোর না হতেই হারিয়ে গেলে অজনায়, রাসেল
তুমি আছো স্মৃতি মিনায়। শিল্পী: রুমানা ইসলাম, সুর ও সঙ্গীত পরিচালনা: নবীন কিশোর গৌতম। এ গানটি
১৮ অক্টোবর ২০১১,২০১২ ও ২০১৩ সালে বিটিভিতে ব্যাপক প্রচার হয়েছে।

• 2 য় গান : তারায় ঝলমলে আকাশ, হঠাৎ হলো মলিন, জোছনা ভরা চাঁদ ‍তুমি, আঁধারে হলে বিলিন, এ স্মুতি
শুধুই কাঁদায়, ঠাঁই নিয়েছো ইতিহাসের পাতায়..শিল্পী: শিল্পী বিশ্বাস, সুর: সজিব দাস। এ গানটি ২০১৮ সালে
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আরটিভি মিউজিক কর্তৃক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। You Tube link: (শুভজন্মদিন শেখ রাসেল), বিটিভিসহ সোস্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার।

• ৩য় গান: ২০২১ সালে বিটিভিসহ সোস্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার। কথা: বছর ঘুরে আসে ফিরে, অক্টোবরে শুভদিন, শিশু রাসেলের জন্মদিন, শুভ জন্মদিন, আধাঁর কেটে দুঃখ মুছে, চাঁদ হয়েছিল ম্লান, মায়ের কোলে ভোরের সুর্য ফুটেছিল দিনমান.. সুর: ফয়সাল আহমেদ, কণ্ঠ: শিল্পী বিশ্বাস। You Tube link: SSP BD

মুক্তিযুদ্ধ ঘিরে দেশের গান:
• হাজার তারার ভীড়ে… জ্বলছে একটি তারা…সে যেনো ডাকছে আমায়, বাংলা মায়ের নামটি ধরে। সুর: শেখ সাদী খান, শিল্পী: শিল্পী বিশ্বাস. বিটিভিসহ বিটিভি’র সোস্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার।
• সোনারই বলো, রূপারই বলো, অমূল্য এ দেশের মাটি, মুজিবের ডাকে হয়েছে বিজয়, উড়ছে গর্বের পতাকাটি, সুর: মোঃ ইসহাক।
• মা থেকোনা আর দাঁড়িয়ে, রেখোনা দুহাত বাড়িয়ে, মুছে ফেলো চোখের পানি, কণ্ঠে তোল বিজয়ের ধ্বনি জয় বাংলা জয় বাংলা

স্মৃতির একুশ ঘিরে গান:
• পলাশের পাঁপড়ীতে একুশের রক্তের দাগ, ম্লান হবে না কোন দিন। সুর: ফয়সাল আহমেদ, কণ্ঠ: শিল্পী বিশ্বাস। বিটিভিসহ বিটিভি’র সোস্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার।

নৈতিক শিক্ষামূলক গান:
• দুনিয়াটাআমাদেরই চিরকালের নয়, সহায় সম্বল ছেড়ে যাবো, আমার অন্তরে নাই ভয়, সুর: ফরিদ বঙ্গবাসী
• আমাদের ঠিকানাটা চিরকালের নয়, হওনা যত ক্ষমবান, দমের সূতায় পড়লে টান যেতেই সেই ঠিকানায় জানিবে নিশ্চই, সুর: অমিয় বাউল।
• এক নিশ্বাসের জীবন আমার,কতই না বাহাদুরি,একটুখানি সূচের আঘাত,সইতে যে নাহি পারি..

বিভিন্ন গবেষণাধর্মী, প্রবন্ধ, নিবন্ধ, অনুগল্প অনলাইন পত্রিকায় নিয়মিত প্রকাশনা, শতাধিক কমিডি স্ক্রীপট রচনা।
অনুগল্প: একটি শতবর্ষী তাল গাছের, নিবন্ধ: বহুমাত্রিক খোলসে অন্তর্নিহিত ইন্দ্রজাল,অনুগল্প: অসীমের মাঝে হারাই সকাল সাঝে
নিবন্ধ: মাটির ভালবাসা মানুষকে করে মহীয়ান,অনুগল্প: একাত্তুরে ছোট্টশিশুর এক টুকরো স্মৃতির হাজার স্মৃতি মিলে এক বিশাল স্মৃতি।
তথ্যমূলক: প্রকৃতির নৈসর্গিক শোভায় সজ্জিত সুসং দুর্গাপুর

খ্যাতি অর্জন: গীতিকার হিসেবে দেশ বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কর্তৃক ক্রেস্ট সম্মাননা সম্মননা অর্জন।

কিছু আধুনিক গানের কথা
• মনে করোনা তোমাকে ভুলে গেছি, শিল্পী: সামিনা চৌধুরী, সুর: মাহবুব হোসেন
• এ দু’টি নয়নে কি আছে যদি দেখে নিতে শিল্পী: বিন্দিয়া খান, সুর: রিচার্ড কিশোর।
• জীবন নয়তো পুতুল খেলা-ইচ্ছে হলো সাজিয়ে দেবে, পরক্ষণে ভেঙ্গে দেবে, সাজানো মেলা, শিল্পী: বিন্দিয়া খান,সুর: ফজলুল হক খোকন।
• সময়কে বলে দিও, সে যেনো চলে না যায়, কিছুটা সময় থাকে যেনো আমার অপেক্ষায়, সুর: লোকমান হাকিম, শিল্পী: কমল আনোয়ার।
• আমাকে খুঁজে নিও, চন্দ্রনিশির আলোতে, ভালবেসে সঁপে দিও আমার মনে তোমার মন শিল্পী: ফারাবি ইসলাম, সুর: ফজলুল হক খোকন।
• আমি যদি শিল্পী হতাম, হৃদয়ে আঁকা তোমার ছবি, ক্যানভাসে এঁকে দিতাম, শিল্পী: প্রিয়াংকা ভট্টাচায, সুর: সেলিম রেজা।
• আমার এ চোখ কেন যে কাঁদে না, অশ্রু ঝরে ঝরে, সুর: পার্থ মজুমদার, শিল্পী: মরিয়ম মারিয়া
• জীবনের আকাশে, কত যে মেঘ আসে, বৃষ্টি হয়ে ঝরে যায়.. সুর: পার্থ মজুমদার, শিল্পী: রক আঁচল।
• জানি চাঁদটাকে ছুঁতে পারবো না, তাই স্বপ্নটাকে বড় করবো না, শিল্পী: রুখসানা মোমতাজ, সুর: মোঃ ইসহাক।
• তোমাকে খুব মনে পড়ে, যদিও থাকি অনেক দুরে, মন চায় ছুটে এসে, একটু বসি তোমার পাশে শিল্পী: চম্পা বণিক, সুর: মোঃ ইছহাক।
• যদি একটু একটু করে ভালবেসে যেতে, সুর: লোকমান হাকিম, শিল্পী: এনামুল হক টিংকু।
• এ মন এ আকাশ যদি, এক হয়ে যেতো, সাতটি রঙে বাধা রঙধনুর মত, শিল্পী: মোমতাজ রহমান লাবণী, সুর: মোঃ ইছহাক।
• দেখতে চাইনা আর, কান্না ভেজা চোখের পাতা, শিল্পী: শেখ জসিম, সুর: মোঃ ইছহাক।
• পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে ঢেকে যায়না, কিছু মন আছে কখনো এক হয়না, শিল্পী: মীর শরীফ হাসান লেনিন,সুর: মোঃ ইছহাক।
• ঘুমহীন সেই রাতে, নীরব ও নিশিতে, খুব মনে পড়ে, যদি থাকতে পাশে, শিল্পী: ডেইজী, সুর: লোকমান হাকিম।
• রঙ বেরঙে আঁকা যত ফুল, হতে পারে কিছু কিছু ভুল,এ ভুল ভাঙবে একদিন, সুর: লোকমান হাকিম শিল্পী: মল্লিকা
• থাকবেনা এই মন আজীবন, সাথী হয়ে আছে যে মরণ, সুর: মোঃ ইসহাক, শিল্পী: শাহনাজ রহমান স্বীকৃতি
• মনের ভিতরে আজ, বাঁশি বাজে ভৈরবী রাগে, আমাকে ভালবাস জানলে, মনকে উজার করে দিতাম তুমি চাওয়ার আগে, সুর: মোঃ ইসহাক। শিল্পী: হৈমন্তী রক্ষিত দাস।
• আকাশে যখন বিজলি চমকায়, অনেক বেদনায় মন ভরে যায়, শিল্পী: রাজু আহমেদ, সুর: রাজু আহমেদ।
• ভালবাসা এমনি কিছু, লুকিয়ে রাখার মত নয়, রাখো যদি লুকিয়ে থাকে হারাবার ভয়, শিল্পী সুর: রাজু আহমেদ
• প্রতিদিন যে ভুলটা মনটাকে কুরে কুরে খায়, সুর: লোকমান হাকিম, শিল্পী: দিবাকর বিশ্বাস
• যত সহজেই বয়ে নিতে চাই আমার জীবন…সুর: তানিম হায়াত খান, মিউজিক কম্পোজিশন: এজাজ ফারাহ,শিল্পী: ইফ্রানা ইকবাল।
• কুয়াশা ঢেকে দিলো পূর্ণিমার চাঁদ, মিটেনি মনের আশা খানিক দেখার সাধ, সুর: মোঃ ইসহাক, শিল্পী: আবদুল্লাহ খান
• মেঘের ফাঁকে ফাঁকে আকাশটাকে দেখি, মাঝে মাঝে হৃদয় দিয়ে ইশারায় ডাকি
• পৃথিবীটাকে ভালবাসি বলেই ভালোবেসে যাই, সুর: খ.ম খাইরুল ইসলাম
• কাঠের আগুনে মন পুড়েনা দুখের অনলে পুড়ে অঙ্গার,কতখানি ভালোবাসো তুমি, জেনে কি হবে আমার
• আমার হৃদয় চোখ, সব দেখে যায়, পারেনা নিজেকে দেখতে, পারেনা কিছু বলতে, আড়ালে আড়ালে ভালবেসে যায়, সুর: লোকমান হাকিম, শিল্পী: জেরীন তাবাসসুম।

গীতিকার মোঃ হাবিবুল্লাহ’র গানগুলো একটি ভিন্ন ধারার বাণী সমৃদ্ধ গান। বিশ্লেষণ করে দেখা যায় তাঁর প্রতিটি গানে নিঁখুত মৌলিকত্ব পাওয়া যায়। গানে স্বকীয়তা আছে। তাঁর কলম চলতে থাকুক, বাংলা গানের সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হোক এ আমাদের শুভকামনা।