Home জাতীয় গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন

গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন

33

স্টাফ রিপোটার: জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি
জনাব আমিরুল হক্ আমিন “৭ দিনের মধ্যে গার্মেন্টস শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনলে তার দায়-দায়িত্ব গার্মেন্টস মালিকদের এবং সরকারকে বহন করতে হবে। একই সাথে গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক ভাবে তার সুনাম হারাবে – যার মাশুল দিতে হবে পুরো বাংলাদেশকে”।
শ্রমিক হত্যা, মামলা-হামলা, গ্রেফতার-হয়রানী-এর প্রতিবাদে আজ ১৯ নভেম্বর রবিবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
(অএডঋ)-এর যৌথ আয়োজনে আয়োজিত গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী থেকে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান উল্লেখ করেন, গার্মেন্টস শ্রমিকদের চলমান মজুরী আন্দোলনে এ পর্যন্ত শ্রমিক হত্যা ৪, গ্রেফতার ১১৫, মামলা ৪৩,
আসামি ২০,০০০ করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিন। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুইটি সুলতানা, সিমা আক্তার, লোকমান আলী প্রমূখ।