Home জাতীয় গার্মেন্টস শ্রমিকদের নিন্মতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধরণের দাবি করেছে জী-স্কপ ও...

গার্মেন্টস শ্রমিকদের নিন্মতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধরণের দাবি করেছে জী-স্কপ ও আই.বিসি

26

স্টাফ রিপোটার: গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জি স্কপ এবং ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল- আইবিসি আজ এক যৌথ সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুণনির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানিয়েছে। আজ ০২ ফেব্রুয়ারী সকাল ১১ টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চেীধুরী মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। আইবিসি‘র সভাপতি আমিরুল হক আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন পরিচালনা করেন জীস্কপের যুগ্মসমন্বয়কারী কামরুল আহসান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীস্কপের যুগ্মসমন্বয়কারী আব্দুল ওয়াহেদ। বক্তব্য রাখেন আইবিসি সাধারণ সম্পাদক কুতব উদ্দিন আহমেদ, এন.সি.সি.ডাব্লিউ.ই সদস্য সচিব নইমুল আহসান জুয়েল, স্কপের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, খালেকুজ্জামান লিপন, রুহুল আমিন, চায়না রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন স্কপ নেতা সাকীল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, শামীম আরা, আইবিসির কামরুল আনাম, বাবুল আক্তার, রাসেদুল আলম রাজু, মীর আবুল কালাম আজাদ, জীস্কপের সেলিম মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, আব্বাস উদ্দিন, তামরিন, আব্দুল জলিল, খুসবু আহমেদ রানা প্রমুখ। নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন ও ২৩ হাজার টাকা নি¤œতম মজুরি ঘোষণার দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং দাবি আদায়ে যৌথ আন্দোলনের ঘোষণা দেন।