Home রাজনীতি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : ড....

গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : ড. কামাল

41

ডেস্ক রিপোর্ট: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জ্বালানী বিদ্যুৎ গ্যাস পরিবহন ভাড়া বৃদ্ধির চাপে চরম দূদর্শা গ্রস্থ, এ দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বিবৃতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ইতিহাসের বর্বরতম যে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

গণফোরাম সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সাধারন জনগণের জন্য লড়াই করেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষনমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার। তিনি বলতেন জনগনই দেশের মালিক।

আজকের এই শোকাবহ দিনে জাতিরজনক বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত সকল স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. কামাল।