Home রাজনীতি খালেদা জিয়ার সাজার মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ

খালেদা জিয়ার সাজার মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ

61

ডেস্ক রিপোর্ট: বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সুপারিশ আইনমন্ত্রণালয়।আজ এক সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক এতথ্য জানান।
গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছে ছোট ভাই শামীম এস্কান্দার।
জানাগেছে, আবেদনটির আইনি ব্যাখা চেয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় পাঠােনা হয়েছিল। আইন মন্ত্রণণালয় ৭ সেপ্টেম্বর মতামত দিয়ে সেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। তাদের মতামত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আইনমন্ত্রী শনিবার ডিবিসি টেলিভিশনকে বলেন, আমি সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছি। এখন এটা প্রধানমন্ত্রীর বিবেচনাধীন।
প্রসঙ্গ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য তার দণ্ড স্থগিত করে সরকার। এরপর স্থগিতাদেশের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়।