Home সারাদেশ খাগড়াছড়ির স্বনির্ভরে সাত খুনের বিচারের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির স্বনির্ভরে সাত খুনের বিচারের দাবিতে বিক্ষোভ

24

চট্টগ্রাম অফিস: ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ির স্বনির্ভরে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্য দিবালোকে গুলি করে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা শহীদ তপন-এল্টন ও যুব নেতা পলাশ চাকমাসহ সাত জনকে হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।

উক্ত হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকীকে সামনে রেখে আজ রবিবার (১৩ আগস্ট ২০২৩) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা সদরের মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি সরকারি কলেজ গেট হয়ে ধর্মঘরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংক্য মারমা।