Home জাতীয় ক্রিয়েটিভ ডিজাইন এন্ড আই.টি সেন্টারের যাত্রা

ক্রিয়েটিভ ডিজাইন এন্ড আই.টি সেন্টারের যাত্রা

42

বরিশাল অফিস: ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ও “সৃজনশীলতাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে নতুন উদ্যোগে যাত্রা শুরু করেছে “ক্রিয়েটিভ ডিজাইন এণ্ড আইটি সেন্টার” (সিডি আইটি) । সম্প্রতি বরিশালের উজিরপুর উপজেলার ওটরা রাস্তার মাথা বাজার (ভবানীপুর) নিজস্ব অফিসে এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাহাদাত সাঈদ বলেন, আমাদের যাত্রা শুধু ব্যবসায়ীক না, আমরা ব্যবসার মাধ্যমে মানবতা সেবা করতে চাই। আমরা এলাকার তরুনদের স্কিল তৈরী করে যোগ্য মানব সম্পদে রুপান্তর করতে চাই।
তিনি আরো বলেন, ক্রিয়েটিভ ডিজাইন তরুন সামজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর তৈরীর লক্ষ্যে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে যোগ্য নাগরিক তৈরীতে কাজ করছে।
তিনি বলেন, আমরা সবার দোয়া-ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
দোয়া পরিচালনা করেন ভবানীপুর বাইননূর জামে মসজিদ খতিব মাহমুদুল হাসান, ওটরা আফাজউদ্দিন জামে মসজিদ খতিব মো. তানভির আদনান।
এসময় উপস্থিত ছিলেন, ওটরা রাস্তার মাথা বাজারের সহসভাপতি মো. নাসিম মোল্লা , যোগীরকান্দা আব্দুর রব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস হুসাইন, ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম ,ভবানীপুর (হাই স্কুল সংলগ্ন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, , ওটরা মহিলা মাদ্রাসার সহসুপার মো.ওয়ালিউল্লাহ,ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বেলাল হুসাইন ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.ফজলুল হক মো. রফিকুল ইসলাম, যোগীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম রিপন,যোগীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জুয়েল আলম, দ: কুড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফখরুল ইসলাম রিপন, , বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বাবু, মো. ইজাবুল মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।