Home সারাদেশ কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না – সরদার মুজিব

কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না – সরদার মুজিব

62

নজরুল ইসলাম,তালা,(সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মুজিব বলেছেন, কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারে নিজের দোলনা প্রতিকের পক্ষে জনসংযোগ করেছেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাগানে অনেক যোগ্য ও মেধাবী ফুল ফুটেছে। এর মধ্য থেকে সেরা ফুলটি বেঁছে নিতে চাই। সে কারণে যদি কোনো যোগ্য প্রার্থী সতন্ত্র নির্বাচন করে সে ক্ষেত্রে দল আপত্তি করবে না। আশা করি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ আমার পক্ষে থাকবে। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারী তালা কলারোয়ার মানুষ আমাকে সেবক হিসেবে বেঁছে নিবেন।

এসময় তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খাঁ, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, খলিসখালী ইউপি সদস্য সুবির দাশ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, লিয়াকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে তিনি, কলারোয়া উপজেলার কাজিরহাট, তালার পাটকেলঘাটায় গণসংযোগ করেন