ডেস্ক রিপোর্টঃ মানুষের প্রথম বন্ধু কুকুর। সুপ্রাচীন এই ধারণা থেকেই নেপালবাসী কুকুর পূজা করে আসছে। এবারও দীপাবলি উৎসবে নেপালবাসী ও দেশটির সেনাবহিনীর তরফ থেকে কুকুর পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দি হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, নোপালের রাজধানী কাঠমাণ্ডু সহ সর্বত্র চলছে কুকুর পূজার উৎসব। শুধু নেপালেই নয় বরং নেপালি জাতি বিশ্বে যেসব দেশে ছড়িয়ে আছে তারাও কুকুর পূজা পালন করছেন। নেপাল সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ভারতের অন্যান্য রাজ্যেও চলেছে কুকুর পূজা।

দি হিন্দুস্তান টাইমস আরও জানায়, নেপালি আর্মি ও পুলিশের তরফে তাদের কুকুর বাহিনীর বিশেষ কুচকাওয়াজ হয়। রীতি মেনে কুকুর বাহিনীর তরফে দেওয়া হয় স্যালুট। কুকুর পূজা হয় আনুষ্ঠানিকভাবে। তাই কুকুর পূজা করার জন্য এবারও ছুটি ঘোষণা করা হয়েছে।
আমাদের সময়. কম