Home জাতীয় কালের কণ্ঠে বিনা বেতনে ছুটির নামে প্রতারণার অবসান চাই

কালের কণ্ঠে বিনা বেতনে ছুটির নামে প্রতারণার অবসান চাই

56

ডেস্ক রিপোর্ট: বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠে বিনা বেতনে অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটির নামে প্রতরণার অবসান দাবি করেছেন ভুক্তভোগী সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। তারা বলেছেন, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটির কোনো বিধান দেশের কোনো আইনে নেই। ফলে সাড়ে ১৫ মাস ধরে বিনা বেতনে ছুটিতে রাখা কর্মীদের ছুটিকালীন বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে তাদের কাজে যোগদানের সুযোগ অথবা আইনানুগভাবে চাকরির অবসান ঘটাতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ এ দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ (১৮ সেপ্টেম্বর শনিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা এমন হুশিয়ারি উচ্চারণ করেন।

কালের কণ্ঠ’র অতিরিক্ত বার্তা সম্পাদক আজাদুর রহমান চন্দনের নেতৃত্বে ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু এবং ভুক্তভোগী কর্মীদের মধ্যে মুকুল মল্লী, আহসানুল হক টুটুল ও দীলিপ কুমার সাহা।

কালের কণ্ঠ’র অতিরিক্ত বার্তা সম্পাদক আজাদুর রহমান চন্দন, বিশেষ প্রতিনিধি আশরাফ-উল-আলমসহ ৩৪ জন সাংবাদিক ও কর্মীকে গত বছর ১০ জুন মহামারিজনিত ‘লকডাউনের’ মধ্যে এক যোগে বিনা বেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়। এত দিনেও কাউকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। এ ছাড়া কাছাকাছি সময়ে উলেখযোগ্য সংখ্যক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মীকে পদত্যাগ করানো কিংবা চাকরিচ্যুত করা হয়। বিনা বেতনে ছুটিতে রাখা কয়েকজনকে বিভিন্ন সময়ে পাওনা পরিশোধ করার প্রলোভন দেখিয়ে পদত্যাগ করানো হলেও দীর্ঘদিন কাউকে কোনো পাওনা দেওয়া হয়নি।