Home সারাদেশ কালীগঞ্জের বিভিন্ন স্পটে চলছে জুয়া খেলা

কালীগঞ্জের বিভিন্ন স্পটে চলছে জুয়া খেলা

25

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে চলছে জুয়া খেলা। এই জুয়া খেলা কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও জুয়া খেলা কোনক্রমেই যেন কমছে না। ৩০ শে মার্চ বৃহস্পতিবার উপজেলার মদাতি ইউনিয়নের কালীর মেলায় পবিত্র মাহে রমজান মাসেও প্রকাশে দিন দুপুরে জুয়ার আসর বসতে দেখা যায়। জুয়া খেলার এ ভিডিও ভাইরাল হয়ে পড়লে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এর দৃষ্টিগোচর হলে তিনি মেলায় নিজে উপস্থিত জুয়া বন্ধ করেন। জুয়া বন্ধের ১৫ মিনিট পরেই পুনরায় জুয়ার আসর চলতে থাকে। আর এই জুয়ার আসর দিন থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজনের মতে, এ উপজেলার বেশ কয়েকটি স্থানে জুয়া চলমান রয়েছে বলে জানান তারা। তারা মনে করেন প্রশাসন ইচ্ছে করলেই নিমিষেই এ জুয়া বন্ধ করতে পারেন কিন্তু কোনক্রমেই এ জুয়া বন্ধ হচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে যে, ৩১ শে মার্চ দলগ্রামের মেলাও জুয়ার আসর দিন থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে গোপন সূত্রে জানা গেছে।