Home মতামত কালচারেরও প্রতিনিয়ত বিবর্তন হয়।

কালচারেরও প্রতিনিয়ত বিবর্তন হয়।

27

তাসলিমা নাসরিন: আমি বাঙালি, তাই বলে বাংলার সব সংস্কৃতিকে আমার শ্রদ্ধা করতে হবে কেন, মানতেই বা হবে কেন! আমি যে কালচারে যুক্তি দেখিনা, মুক্তি দেখিনা, অজ্ঞতা আর অন্ধকার দেখি— সেই কালচার আমি মানি না। কালচারেরও প্রতিনিয়ত বিবর্তন হয়। নরবলি একসময় কালচার ছিল,সতীদাহও ছিল,সেসব মানুষ আর পালন করে না। এখন যে নারীবিরোধী কালচারগুলোকে মানুষ মহাসমারোহে পালন করছে,আশা করছি বুদ্ধি হওয়ার পর তা আর করবে না। মুশকিল হলো, বুদ্ধিটাই সহজে উদয় হতে চায় না। ইদ, পুজো,বড়দিন, রোজা, নামাজ, শাঁখা সিঁদুর, সিঁদূর খেলা, ভাই ফোঁটা, মহররম, শবে বরাত, শবে কদর, ইস্টার — এরকম হাজারো কালচার আমি মানি না। কিন্তু গর্ব করি বাঙালি হিসেবে, বাংলা ভাষা আমার অন্তরে। বাঙালি হতে হলে অবিজ্ঞান আর কুসংস্কার পালন করতে হয় না। বরং সভ্য শিক্ষিত বাঙালিকে ঐতিহ্যের নামে যত অযৌক্তিক অলৌকিক, যত নারীবিরোধী কীর্তিকলাপ বহাল আছে সমাজে— সবগুলোকেই অস্বীকার করে অবজ্ঞা করে প্রয়োজনে পায়ে পিষে এগোতে হবে। তা না হলে বাঙালি যে তিমিরে আছে সে তিমিরেই অনন্তকাল রয়ে যাবে।
সূত্র: ফেইসবুক ওয়াল