Home জাতীয় কসবায় ট্রাকচাপায় ২ সিএনজি যাত্রী নিহত ॥ আহত ৪

কসবায় ট্রাকচাপায় ২ সিএনজি যাত্রী নিহত ॥ আহত ৪

34

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক কাউসার আলম (৩৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের ছাদে আলীর ছেলে ও যাত্রী ফুল ইসলাম (৫০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মুক্তারপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে। আহতরা হলো কিশোরগঞ্জ জেলার সোহাগ, শরীফ, ও তায়েব। খবর পেয়ে নিহত যাত্রী ফুল ইসলামের ছেলে হাফেজ আল আমিন মাদরাসা থেকে ঘটনাস্থলে এসে তার বাবার লাশ সনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসষ্ট্যান্ডের কয়েকশ গত দুরত্বে কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৩০২৭) প্রথমে এলাকার হালচাষে ব্যবহৃত একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি চালকসহ উল্টে যায়। পরক্ষনেই ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিটিকে চাপা দিয়ে সিএনজি ও ট্রাকসহ উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। পরে আহতেদর উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কসবা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, ট্রাক-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।