Home সারাদেশ কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কমিটি গঠন

কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কমিটি গঠন

36

সভাপতি দীপক শেঠ, সম্পাদক মিজানুর

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলন’ কলারোয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠকে সভাপতি ও মাস্টার মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। আমরা চলছি মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বির্নিমাণের পথে এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২১ডিসেম্বর) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক শিক্ষক দীপক শেঠের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কপাই সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য রাশেদ হোসেন, সজিব হোসেন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, কপাই কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন সহ সূধি, সাংবাদিক ও বেঙ্গল স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ।
সব শেষে ১১ কার্যনির্বাহী পরিষদের ঘোষিত অপর কর্মকর্তার হলেন, সহ.সভাপতি প্রভাষক আল কামুন, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মুহিব, কোষাধ্যক্ষ লক্ষন চন্দ্র বিশ্বাস, নির্বাহী সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন ও ফারজানা খাতুন। উপদেষ্টা মন্ডলীতে আছেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সমাজ সেবক শেখ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা ও শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান। সব শেষে নির্বাচিত কর্মকর্তা ও উপদেষ্ঠা মন্ডলীর পরিচিতি অনুষ্ঠানে কলারোয়ায় প্রথম আত্মপ্রকাশ সামাজিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলনকে আরো সংগঠিত করে উপজেলা ব্যাপি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।