Home ধর্ম কলারোয়ার কয়লা দাসপাড়ায় ৭দিন ব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী দূর্গা উৎসব শুরু

কলারোয়ার কয়লা দাসপাড়ায় ৭দিন ব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী দূর্গা উৎসব শুরু

30

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার কয়লার দাসপাড়ায় ৭দিন ব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী দূর্গা উৎসব শুরু হয়েছে।
বুধবার রাতে ওই র্দূগা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা
ছাত্রলীগের সভাপতি সামিমুজ্জামান টিপু। কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের উপদেষ্ঠা সন্দীপ রায়ের সভাপতিত্বে ও কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কার্তিক চন্দ্র দাস, অমল বিশ্বাস, কয়লা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাস্টার জিএম জাহাঙ্গীর হোসেন, রাম লালদত্ত, কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক শ্রী
প্রভাত দাস, সহ.সভাপতি শ্রী দিনো দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পূজা পরিচালনা পরিষদের উপদেষ্টা মন্ডলী সুনিল সাহা, হরেন্দ্র নাথ রায়, অসিম সাধু, সন্তোষ পাল, কার্ত্তিক চন্দ্র মিত্র, দিলীপ ঘোষ, আনন্দ ঘোষ, দুলাল ঘোষ, পুতুল রাণী সিকাদার, তাপস পাল, স্বপন ঘোষ, উত্তম কুমার ঘোষ, গোবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, শিমল মন্ডল, সুকুমার দাস,
গোপাল দাস, রিপন দাস, আকাশ সেন, দুলাল অধিকারী, সচিন দাস, নিরাপদ দাস, রঞ্জন দাস, প্রদীপ দাস, উত্তম দাস প্রমূখ। কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাস বলেন-বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ৫ম বর্ষ কলারোয়ার কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের মহা আয়োজনের ৭দিন ব্যাপী সাড়ম্বরে
উৎযাপিত হচ্ছেন শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসব। এই র্পূজা আগামী
৫নভেম্বর শনিবার শুভ বিজয়া।