Home সারাদেশ কলারোয়ার মানিকনগরে বেড়া দিয়ে রাস্তার পথ দখল।। আদালতে মামলা

কলারোয়ার মানিকনগরে বেড়া দিয়ে রাস্তার পথ দখল।। আদালতে মামলা

19

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় শত্রুতামূলক কৃষকের বাড়ীতে যাওয়ার পথ ঘেরা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। ওই কৃষক নিরুপায় হয়ে ন্যায় বিচারের দাবীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৭ মে ফৌ: কা: বি: আইনের ১৪৫ধারা মতে একটি মামলা দায়ের করেন। কিন্তু তারা আদালতের আইন অমান্য করে গায়ের জোর দেখিয়ে ওই রাস্তা বন্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে,উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মৃত ইসমাইল মোল্যার ছেলে রুহুল কুদ্দুস জানান-তিনি বসন্তপুর মৌজায় ২০ বছর ধরে ৯.৬৭শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। তিনি দুই শতক জমি রেখেন রাস্তায় চলাচলের জন্য। হঠাৎ শত্রæতা মূলক মৃত ছলিম মোল্যার ছেলে মশিয়ার রহমান মোল্যা গত ২৫এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই যাতায়াতের রাস্তায় কুঞ্চির বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই কৃষক পরিবারের বাড়ী থেকে বের হতে না পেরে এক পর্যায়ে বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েন। জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা বলেন-তিনি খবর পেয়ে গ্রাম পুলিশ পাটিয়ে ওই বেড়া তুলে দেন। গ্রাম পুলিশ চলে আসার পরে আবারও সেই বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় মশিয়ার মোল্যা ও তার স্ত্রী। এনিয়ে অসহায় কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা করেছেন। যার মামলা নং-পি-১০৫৫/২৩। এদিকে বিবাদীরা এই মামলা হওয়ার পর থেকে মামলার বাদী ও তার পরিবারবর্গকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাদের অব্যহত হুমকিদের জীবণনের নিরাপত্তাহীনতায় ভুৃগছেন অসহায় কৃষক ও তার পরিবারবর্গ। এদিকে ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় কৃষক পরিবার।