Home জাতীয় কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান

কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান

36

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করে পটুয়াখালী বি আই ডব্লিউটিএ। তারা মাইকিং করে ঘাটের সড়কের দু’পাশের অবৈধ দখলকৃত ব্যবসায়িদের সর্তক করে দেয়। এছাড়া প্রায় ঘন্টা ব্যাপী নদীর পাড়ে পরে থাকা সকল প্রকার ময়লা, আবর্জনা ও বর্জ্য পরিস্কার পরিচ্ছনśতা অভিযান চালায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী বি আই ডব্লিউটিএ’র কর্মকর্তা মো.মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ খালাসি, লঞ্চ ব্যবসায়ি তানভির মুন্সি, ঘাট ইজারাদার মো.নূরুজ্জামানসহ বি আই ডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী বি আই ডব্লিউটিএ’র কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নদীতে ময়লা, আবর্জনা ও বর্জ্য ফেলে নদীর পানি দূষন, ভরাট এবং নদী দখল আইনত দন্ডনীয় অপরাধ। এ লক্ষে আমরা কাজ করছি।