Home কৃষি কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

39

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার ২’শ ৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে ওইসব কৃষকদের হতে বিভিন্ন জাতে বীজ ও সার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ বলেন, ২০২১-২২ অর্থ বছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে ভ‚ট্টা, সূর্যমুখি, খেসারী, মূগ, গম ও সরিষা বীজ ও সার দেয়া দেয়া হয়েছে। এর ফলে জমিতে তিন ফসলি চাষ করার অগ্রহ বাড়বে বলে তিনি জানিয়েছেন।